তোর বাদামী রঙা আঁখি
আমার বেসুরো ডাকাডাকি
তুই হাসিস বেহায়া
আমি নগ্ন পায়ে নাচি
অই তপ্ত বালুতটে
মহা-সমুদ্র-স্নান শেষে
তুই লিখিস আপনকথা
তোকে পড়েই আমি বাঁচি
তোর বাদামী রঙা আঁখি
একটা খাঁচাবন্দী পাখি
ডানা ঝাপটায় শোকে
আমি শোক যে ভালবাসি
বৃষ্টিস্নাত সকালবেলা
পহেলা জুন কুড়িএকুশ